মুম্বই : আয়ুষ্মান মানেই একটু অপ্রচলিত বিষয়বস্তু, ক্ষুরধার সংলাপ, মন ছুঁয়ে যাওয়া অভিনয় ও অসংখ্য মজার মুহূর্ত । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-ও তার ব্যতিক্রম নয় । 2.41 সেকেন্ডের এই ট্রেলার আটকে রাখবে দর্শককে ।
আয়ুষ্মানের বিপরীতে এখানে অভিনয় করেছেন জিতু কে. । দুই অভিনেতার কেমিস্ট্রি যেন দেখার মতো । নিজের সেক্সুয়াল প্রেফারেন্স বোঝানোর জন্য এখানে আয়ুষ্মানকে পরানো হয়েছে একটি নোজ়পিন । অন্যদিকে জিতুর চরিত্র খুবই পুরুষালী ।