মুম্বই : আয়ুষ্মান খুরানার ছবি এখন একটা জ়র হয়ে গেছে বলিউডে । তাঁর ছবিতে মানবজীবন ও সমাজজীবনের জটিল সমস্যাগুলো থাকে ঠিকই, তবে একটা মজার মোড়কে । ফলে ব্রেইনলেস কমার্শিয়াল ফিল্ম না হলেও বাণিজ্যিক ভাবে খুব সফল হয় তাঁর ছবি । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-ও তার ব্যতিক্রম নয় ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশাল মিডিয়ায় জানিয়েছেন ছবির প্রথম দিনের কালেকশন । তিনি লিখেছেন, "প্রথম দিনে দারুণ উপার্জন করল 'শুভ মঙ্গল..' দিল্লি আর পাঞ্জাবে সব থেকে ভালো পারফর্ম করেছে ছবিটি । মুম্বইতেও ধীরে ধীরে বেড়েছে কালেকশন । আয়ুষ্মান খুরানার ব্র্যান্ড ও মহাশিবরাত্রির জোট । দ্বিতীয় ও তৃতীয় দিনেও ভালো ফল করা দরকার । শুক্রবার 9.55 কোটি টাকা উপার্জন ।"