মুম্বই : বাপ্পি লাহিড়ির কম্পোজ়িশনে তৈরি 'ইয়ার বিনা চ্যান কাহাঁ রে' গানটির উপযুক্ত রিমিক্স শোনা গেল 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির সৌজন্যে । আয়ুষ্মানের সঙ্গে এই গানে দৃষ্টি আকর্ষণ করলেন গজরাজ রাও আর নীনা গুপ্তা । গানের সঙ্গে তাল মিলিয়ে রেট্রো লুকে দেখা গেল তাঁদের ।
আয়ুষ্মান শুধু ভালো অভিনেতাই নন, তিনি একজন দক্ষ ডান্সার । সাবলীল ভঙ্গিতে তিনি জাস্ট জমিয়ে দিলেন ডান্স ফ্লোর । তনিশ্ক বাগচীর পরিচালনায় রিমিক্স হয়েছে এই গানটি । তবে নতুনের সঙ্গে পুরোনোর যথাযোগ্য় মিলন ঘটেছে গানে..কারণ এই গানে গলা মিলিয়েছেন স্বয়ং বাপ্পি লাহিড়ি, গানের দৃশ্য়ায়নে দেখাও গেছে 'ডিস্কো কিং' বাপ্পিকে ।
"ওয়ার নয়, পেয়ার করো", এই অসহিষ্ণু সমাজের এর থেকে ভালো বার্তা আর কী হতে পারে ? আয়ুষ্মান তাঁর সোশাল মিডিয়ার পাতায় এভাবেই পরিচয় করিয়েছেন এই গানকে । সমকামী প্রেম আর পাঁচটা প্রেমের থেকে কোনও অংশে আলাদা নয়, গানের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা ছবির ।
অন্যদিকে নীনা গুপ্ত নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের নতুন এই লুক । দর্শকের মতো ততোধিক উচ্ছ্বসিত তাঁরা দু'জনেই, বোঝা যাচ্ছে স্পষ্ট । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "চিনতে পারছেন ? মিস্টার অ্যান্ড মিসেস ত্রিপাঠী" । ছবিতে এটাই তাঁদের পরিচয় ।
হিতেশ কেবল্যা পরিচালিত 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি । অধীর আগ্রহে দর্শক...