দুর্গ : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে সামনে আসছে একাধিক আত্মহত্যার খবর । বিশেষ করে নাবালক-নাবালিকা, যাদের মস্তিষ্ক এখনও ততটা পরিণত নয়, তাদের নরম মনে বেশ বড় ক্ষত তৈরি করেছে সুশান্তের মৃত্যু । প্রকাশ্যে ফের এক আত্মহত্যার ঘটনা, এবার ছত্তিশগড়ের দুর্গ শহরে ।
সুশান্তের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে দুর্গ শহরের ভিলাই অঞ্চলের সেক্টর 7-এ এক সপ্তম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল । তার লেখা সুইসাইড নোটে স্পষ্ট মৃত্যুর কারণ ।
ছাত্রী লিখে রেখে গেছে যে, "সুশান্তের চলে যাওয়া ভালো লাগল না আমার । আর তাই আমি গলায় দড়ি দিলাম" । অপরিণত হাতের লেখায় শুধু এটুকুই লেখা সেই সুইসাইড নোটে ।