মুম্বই : অভিনেতা বা অভিনেত্রী মানে যে বিষয়টা সবার প্রথমে মনে আসে তা হল সুন্দর । যাঁর কথা থেকে শুরু করে অভিনয়, স্টাইল, ড্রেসকোড সব কিছুই সুন্দর হতে হবে । আর ফ্যানদের সামনে নিজেকে সুন্দর করে তুলে ধরার চক্করে নিজের একটু বেশিই খেয়াল রাখতে হয় তারকাদের । জিম থেকে পার্লার সারাক্ষণ শরীর ও ত্বকের পরিচর্যার কাজে লেগে থাকেন তাঁরা । কারণ পান থেকে চুন খসলেই যে সোশাল মিডিয়ায় ট্রোলড হবেন তাঁরা । আর তার জন্য তারকাদের সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকতে হয় বলে জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা ।
2015 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন উর্বশী । সম্প্রতি IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন অভিনেতা ও তারকা হিসেবে আপনাকে সব সময় ফিট ও চটপটে দেখাতে হবে । যাতে ভালো দেখতে লাগে তার জন্য সব সময় চাপের মধ্যে থাকেন তারকারা । তবে শুধুমাত্র মহিলারাই নন, এই বিষয় নিয়ে চাপে থাকেন পুরুষরাও ।"