মুম্বই : গতকাল অর্থাৎ 27 অগাস্ট রিয়া চক্রবর্তী একটি ম্যারাথন সাক্ষাৎকার দেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে । সেখানে তিনি সুশান্তের পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন । আর তারপরেই সোশাল মিডিয়ায় সরব সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ।
টুইটের একটি সিরিজ় শেয়ার করেছেন শ্বেতা । একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন রিয়াকে । নিজেদের সমর্থনে অনেক কথা বলেছেন । সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছেন, রিয়াকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় ।
একটি টুইটে শ্বেতা লিখেছেন, "তোমার মতো মেয়ের সঙ্গে ভাইয়ের দেখা না হলেই ভালো হত । না জানিয়ে কাউকে ড্রাগ দেওয়া, তাঁকে বোঝানো যে সে মানসিকভাবে ভালো নেই, তারপর তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া...কোন লেভেলের অত্যাচার এটা ?"
কোনও টুইটে আবার শ্বেতার মন্তব্য, "তোমার সাহস আছে বটে ! নাহলে ন্যাশনাল মিডিয়ার সামনে এসে আমার পবিত্র ভাইটার ইমেজ তুমি নষ্ট করতে না । তোমার কি মনে হয়, ভগবান তোমায় দেখছেন না ?"
আরও কয়েকটি বিষয়ে রিয়ার দিকে আঙুল তুলেছেন শ্বেতা । দেখে নিন তাঁর কয়েকটি টুইট...