পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়ার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি NCB-র - Rhea residence mumbai

রিয়া চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে NCB । তাঁর সহকারী স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও অভিযান চালানো হয়েছে ।

asd
asd

By

Published : Sep 4, 2020, 7:35 AM IST

Updated : Sep 4, 2020, 9:50 AM IST

মুম্বই : আজ সকালে রিয়া চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । এছাড়া সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।

এই অভিযান প্রসঙ্গে NCB-র এক আধিকারিক বলেন, "এটা তদন্ত প্রক্রিয়ারই একটা অংশ । আমরা সেটাই মেনে চলছি । রিয়া ও স্যামুয়েল দু'জনের বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে ।"

রিয়া ও স্যামুয়েলের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান NCB-র

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় রিয়ার কলরেকর্ড খতিয়ে দেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই উঠে আসে সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহা এবং গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নাম । সূত্রের খবর, মাদক নিয়ে একাধিকবার চ্যাটে কথা হয়েছিল তাঁদের মধ্যে । সেই সূত্র ধরেই গৌরব ও জয়াকে জিজ্ঞাসাবাদ করে NCB । এরপর আব্বাস লাখনি ও করণ অরোরা নামে দুই মাদক পাচারকারীকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । তাদের থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয় । জিজ্ঞাসাবাদের সময় আব্বাসের সূত্র ধরে জ়াইদ ভিলাত্রা নামে আরও এক ব্যক্তির হদিশ পান তদন্তকারীরা । বান্দ্রায় নিজের খাবারের দোকানোর আড়ালেই সে গাঁজা কেনাবেচা করত বলে জানা যায় ।

রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাটও খতিয়ে দেখেন তদন্তকারীরা । তিনি যে মাদক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন চ্যাট থেকেই সেই ইঙ্গিত পান তাঁরা । সূত্রের খবর, স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে । আর সেই সূত্র ধরেই আজ রিয়া ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি অভিযান চালান NCB আধিকারিকরা ।

Last Updated : Sep 4, 2020, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details