পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এখনই জামিন নয়, বাড়ল সৌভিক আর মিরান্ডার জেল হেফাজতের মেয়াদ - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত মামলায় আরও 4 দিনের জেলা হেফাজত হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার ।

Showvik and mirandapolice custody
Showvik and mirandapolice custody

By

Published : Sep 5, 2020, 6:14 PM IST

মুম্বই : এই মূহূর্তে গোটা দেশ সুশান্ত মুত্যু মামলার দিকে তাকিয়ে । বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে CBI, ED এবং NCB । প্রতিদিনই কোনও না কোনও আপডেট হচ্ছে কেসে । তবে সৌভিক আর মিরান্ডার গ্রেপ্তার হওয়ার খবর এতদিনের মধ্যে সবথেকে বড় খবর দাবি করাই যায় ।

IANS সূত্রে জানা যাচ্ছে যে, এখনই জামিন হচ্ছে না সৌভিক আর মিরান্ডার । আরও 4 দিন জেলা হেফাজতেই থাকতে হবে তাদের । অর্থাৎ 9 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ।

রিয়া আর সৌভিক..

এতদিন ধরে সুশান্তের ল্যাপটপ বা ফোনের চ্যাট থেকে যে সমস্ত তথ্য উদ্ধার করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে সৌভিক আর মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে শোনা যাচ্ছে ।

সূত্রের খবর, রবিবার রিয়াকেও নাকি তলব করবে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । কারণ জেরার মুখে মিরান্ডা জানিয়েছেন যে, রিয়া ও তার ভাইয়ের পরমার্শেই ড্রাগ লেনদেন করতেন তিনি ।

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details