নিউ দিল্লি : সুশান্ত মামলায় নতুন পদক্ষেপ । আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফরেন্সিক টিমের সঙ্গে আলোচনায় বসবেন CBI-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম । দিল্লির লোধি এলাকায় CBI-এর হেডকোয়ার্টারে হবে মিটিং ।
সূত্রের খবর যে, দুই পক্ষের আলোচনার মধ্যে দিয়ে সুশান্ত মামলায় একটা জোরালো সিদ্ধান্ত নেওয়া হবে । মিটিংয়ের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা, সুশান্তের মৃত্যুর আসল কারণ কী..ধীরে ধীরে গোটানো হবে তদন্ত ।
আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর সুশান্তের ভিসেরা রিপোর্ট CBI আধিকারিকদের হাতে তুলে দেবেন AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞরা । তবে সঙ্গে এও শোনা যাচ্ছে যে, সুশান্তের ভিসেরা নমুনা নাকি ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি । তাতে গাফিলতির অভিযোগ উঠেছে ।