মুম্বই : এবার ওয়েব সিরিজ় প্রযোজনায় করছেন শাহরুখ খান । নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই ওয়েব সিরিজ় 'বেতাল' । মুক্তির তারিখ 24 মে ।
IANS সূত্রে জানা যাচ্ছে, "সিরিজ়ের বেশিরভাগ শুটিং হয়েছে ভারতেই । মুম্বই, লোনাওয়ালা, খান্ডালাতে শুটিং হয়েছে । ভারতীয় লোকসংস্কৃতিকে নিয়ে গল্প । হরর কনটেন্টের দিক থেকে 'বেতাল'-এর গল্প অবশ্যই একটা নতুনত্ব আনবে । VFX ও প্রস্থেটিকের কিছু অনবদ্য কাজও রয়েছে এখানে ।"