কলকাতা : আমফানের তাণ্ডবে বিধ্বস্ত কলকাতা । মুখ ফিরিয়ে থাকতে পারলেন না বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান । তাঁর KKR টিম ও মীর ফাউন্ডেশন যুগ্ম ভাবে এগিয়ে এল ক্ষতবিক্ষত বাংলাকে সাহায্য করতে ।
শাহরুখ নিজেই টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন এই খবর । লিখেছেন, "কলকাতা, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, স্থিতিস্থাপকতা আসে । চল আমরা একসঙ্গে সময়টা পার করি আর আমফানে বিধ্বস্তদের সাহায্য করি ।"