মুম্বই : ছেলের সাফল্যে বাবা-মায়ের খুশি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় । আর তা অন্যথা হয়নি শাহরুখ খানের ক্ষেত্রেও । স্কুলের দৌড় প্রতিযোগিতায় মেডেল জিতেছে আব্রাম খান । তাতে খুবই খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন তিনি । ছেলেকে 'গোল্ড মেডেল' বলেও সম্বোধন করেন ।
সম্প্রতি আব্রামের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানে দু'ধরনের দৌড়ে নাম দেয় সে । একটিতে জিতে রূপোর মেডেল ও অন্যটি থেকে ব্রোঞ্চ মেডেল জেতে সে । তার এই সাফল্যে খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবিও তোলেন তিনি । তারপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।
ছবির ক্যাপশনে লেখেন, "আমার ছোটো 'গোল্ড মেডেল' দৌড়ে জিতে রূপো ও ব্রোঞ্চের মেডেল পেয়েছে ।"