পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় শাহরুখের সাহায্য মন জিতে নিল কেজরিওয়ালের

কোরোনা মোকাবিলায় শাহরুখ খানের অনুদান মন জিতে নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের । সোশাল মিডিয়ার মাধ্যমে কিং খানকে ধন্যবাদ অরবিন্দের ।

kejriwal appriciates srk's effort
kejriwal appriciates srk's effort

By

Published : Apr 3, 2020, 11:34 PM IST

দিল্লি : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে একাধিক তহবিল ও প্রতিষ্ঠানে এক বিশাল অনুদান দিয়েছেন শাহরুখ খান । তাঁর এই পদক্ষেপে জয়-জয়কার সোশাল মিডিয়ায় । বাদ পড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ।

কেজরিওয়াল লিখেছেন, "শাহরুখজী আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য । আপনার এই বিশাল অনুদান অনেক মানুষকে ছুঁয়ে যাবে এই কঠিন সময় দাঁড়িয়ে ।"

দিল্লির প্রতি শাহরুখের একটা দুর্বলতা আছে, কারণ এই শহরেই তাঁর জন্মস্থান । বিভিন্ন সময়ে সেই দুর্বলতা প্রকাশ পেয়েছে শাহরুখের কথায় । দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদে তাই খুশি কিং খানও । অরবিন্দকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, "স্য়র আপনিও তো দিল্লির মানুষ । ধন্যবাদ দেবেন না, হুকুম করুন ।"

শাহরুখ আরও লিখেছেন, "দিল্লির মানুষদের জন্য আমরা আছি । ঈশ্বর চাইলে আমরা এই ক্রাইসিস থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব । আপনার টিম যেন আর শক্তি ও ক্ষমতার অধিকারী হয়ে উঠুক, কামনা করি ।"

দেখে নিন শাহরুখের সেই টুইট...

কয়েকদিন ধরেই কোরোনা মোকাবিলায় শাহরুখের অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন উঠছিল সোশাল মিডিয়ায় । কেন তিনি কোনও অনুদান দেননি এই কঠিন সময়ে ? সেই নিয়ে সমালোচনা চলছিল তুমুল । এমন এক পরিস্থিতিতে গতকাল অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । তাঁর মালিকানাভুক্ত একাধিক সংস্থা দেশজুড়ে বিভিন্ন তহবিলে তুলে দেয় প্রয়োজনীয় সাহায্য ।

ABOUT THE AUTHOR

...view details