দিল্লি : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে একাধিক তহবিল ও প্রতিষ্ঠানে এক বিশাল অনুদান দিয়েছেন শাহরুখ খান । তাঁর এই পদক্ষেপে জয়-জয়কার সোশাল মিডিয়ায় । বাদ পড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ।
কেজরিওয়াল লিখেছেন, "শাহরুখজী আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য । আপনার এই বিশাল অনুদান অনেক মানুষকে ছুঁয়ে যাবে এই কঠিন সময় দাঁড়িয়ে ।"
দিল্লির প্রতি শাহরুখের একটা দুর্বলতা আছে, কারণ এই শহরেই তাঁর জন্মস্থান । বিভিন্ন সময়ে সেই দুর্বলতা প্রকাশ পেয়েছে শাহরুখের কথায় । দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদে তাই খুশি কিং খানও । অরবিন্দকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, "স্য়র আপনিও তো দিল্লির মানুষ । ধন্যবাদ দেবেন না, হুকুম করুন ।"