মুম্বই : আজ প্রাক্তন অস্ট্রেলিয় তারকা ব্রেট লির জন্মদিন । সেই উপলক্ষ্যে আজ তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানান শাহরুখ খান । আর জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি শীঘ্রই তাঁর মুখ থেকে হিন্দি ছবির গান শুনতে চান বলেও জানিয়েছেন বাদশা ।
বলিউড বা সিনেমার প্রতি ব্রেট লির ভালোবাসা কারও অজানা নয় । এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে দুবাইতে রয়েছেন তাঁরা । আর সেখানেই ব্রেট লির জন্মদিন পালন করা হয় । জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ।