মুম্বই : স্বপ্ন যাঁরা দেখে, তাঁরা ভালো। কিন্তু, সেই স্বপ্নগুলি যদি দিশা না পায় তাহলে তার মানে দাঁড়ায় না। আর এমনই দু'জন মানুষ শাহরুখের স্বপ্নকে দিশা দেখিয়েছেন। তাঁরা হলেন করণ জোহর ও আদিত্য চোপড়া।
শাহরুখ নিজের পোস্টে লেখেন, "স্বপ্ন যাঁরা দেখে, তাঁরা ভালো। কিন্তু, সেই স্বপ্নগুলি যদি দিশা না পায় তাহলে তার মানে দাঁড়ায় না। আর এমনই দু'জন আমার স্বপপূরণ করেছে। আদি ও করণ। কেন এসব লিখছি ? কারণ, তোমাদের জানা উচিৎ, স্বপ্নের চেয়েও যাঁরা স্বপ্নপূরণ করে তাঁরা বেশি গুরুত্বপূর্ণ।"