পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় শাহরুখ-গৌরির খুনসুটি - শাহরুখ খানের খবর

সোশাল মিডিয়ায় শাহরুখ খান আর গৌরি খানের খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ।

Shah Rukh Khan and Gauri Khan on social media
Shah Rukh Khan and Gauri Khan on social media

By

Published : Jul 4, 2020, 1:15 PM IST

মুম্বই : গৌরি খান একজন নামকরা ইন্টেরিয়র ডেকরটের । অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে তাঁর খাতায় । বলিউডের একাধিক সেলেব্রিটির বাড়ি সাজিয়েছেন গৌরি । এবার তাঁর ক্লায়েন্ট তালিকায় কার নাম ঢুকল জানেন ? শাহরুখ খান ।

শাহরুখ-গৌরি স্বামী-স্ত্রী হলেও, কাজের জায়গায় কিন্তু তাঁরা বেশ প্রফেশনাল । সেটা বোঝা গেল তাঁদের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট দেখে ।

টুইটারে গৌরি একটি পোস্ট করেছেন । ইন্টেরিয়র ডিজ়াইনিংয়ের ক্ষেত্রে বাড়ির ছাদ বা সিলিংয়ের গুরুত্ব বোঝাতে সেখানে কয়েকটা কথা লিখেছেন তিনি । দিয়েছেন কয়েকটি দারুণ কাজের নমুনাও ।

স্ত্রীয়ের এই পোস্টের নিচে শাহরুখের কমেন্ট, "তুমি কি আমার 'রেড চিলিজ়'-এর অফিস রুমে একটা নতুন সিলিং লাগিয়ে দেবে ? আমি অনেকদিন ধরেই কথাটা বলে যাচ্ছি । নতুন করে কাজ শুরু করার জন্য, আমার একটা সুন্দর দেখতে অফিসের প্রয়োজন ।"

উত্তরে আবার গৌরি লিখেছেন,"আমার টিম দেখে নিচ্ছে স্যার.." শাহরুখের এই কমেন্ট গৌরির ইন্টেরিয়র ডিজ়াইনিং কোম্পানির বেশ একটা বিজ্ঞাপন করে দিল, তাই না ?

ABOUT THE AUTHOR

...view details