মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পরই দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । নিজের সাধ্য মতো সাহায্য করেছিলেন সবাই । বাদ যাননি শাহরুখ খানও । কখনও PPE দিয়ে সাহায্য করেছেন । আবার কখনও কোয়ারানটিন ও আইসোলেশন ওয়ার্ড তৈরি করার জন্য নিজের অফিস তুলে দিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে । ফের একবার কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ।
করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য 2 হাজার PPE কিট ছত্তিশগড় সরকারের হাতে তুলে দিল তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন । আর এই অনুদানের জন্য শাহরুখকে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী টি এস সিং দেও । তিনি লেখেন, "প্রথম সারিতে থাকা কোরোনা যোদ্ধাদের জন্য PPE কিট অনুদান দেওয়ায় শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই । ধন্যবাদ । আপনার এই অনুদান আরও অনেককে আমাদের স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রেরণা দেবে ।"