মুম্বই : কোরোনাকে ফাইট করতে যেভাবে সম্ভব, যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন শাহরুখ খান । গত পরশু দেশজুড়ে একাধিক তহবিলে অনুদানের লম্বা লিস্ট পোস্ট করেছেন তিনি । সেই সংক্রান্ত কাজ শুরুও হয়ে গেছে । আর এবার আইসোলেশন কেবিন তৈরি করতে BMC-র কাছে নিজের চারতলা অফিসটাই তুলে দিলেন অভিনেতা ।
দেশজুড়ে বাড়তে থাকা কোরোনাক্রান্তদের আইসোলেশনে রাখতে প্রয়োজন উপযুক্ত আইসোলেশন কেবিন । সেই জায়গা খুঁজতে রীতিমতো বেগ পেতে হচ্ছে সরকারকে । তারই মধ্যে একটু সাহায্য করতে চাইলেন কিং খান । নিজের চারতলার অফিসকে আইসোলেশনের কেবিন তৈরি করার জন্য দান করে দিলেন তারকাদম্পতি ।
BMC-র তরফ থেকে এই খবর সোশাল মিডিয়াতেও জানানো হয়েছে । তারা লিখেছেন, "শাহরুখ খান ও গৌরি খানকে আমাদের ধন্যবাদ । তাঁরা তাঁদের পার্সোনাল অফিস আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের কোয়ারেন্টাইন ক্যাপাসিটি বাড়ানোর জন্য । সেখানে শিশু, নারী-পুরুষ প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট মজুত থাকবে ।"
এই সময়ে দাঁড়িয়ে এমন মানবিক ভাবনা খুব প্রয়োজনীয় ছিল, মত BMC-র । দেখে নিন সেই পোস্ট...
এছাড়াও কোথায় কোন খাতে শাহরুখ কী দান করলেন দেখে নেওয়া যাক...
1. PM কেয়ার্স ফান্ড : শাহরুখ-গৌরি ও জুহি চাওলার সংস্থা KKR, প্রধানমন্ত্রীর তহবিলে এক বিশাল অঙ্কের টাকা দান দিয়েছে । জানা যায়নি অর্থের পরিমাণ ।