মুম্বই : 'জ়িরো'-র পর আর কোনও ছবিতে অভিনয় করেননি শাহরুখ খান । নতুন কোনও ছবির ঘোষণাও করেননি । শোনা যাচ্ছে, তামিল পরিচালকের ছবিতে অভিনয় করতে পারেন কিং খান । আর তার জন্য নাকি পরিচালককে ৩০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন তিনি ।
কিছুদিন আগেই শাহরুখ জানিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যেই নতুন ছবির কথা ঘোষণা করবেন তিনি । বেশ কয়েকটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন । তবে নতুন ছবির ঘোষণা করেননি । এরই মধ্যে একটি ভিডিয়ো সামনে আসে । সেখানে তামিল পরিচালক আতলি কুমারের অফিস থেকে বের হতে দেখা গেছে শাহরুখকে । ব্যস, শুরু হয় জল্পনা । সোশাল মিডিয়ায় পোস্ট করে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানতে চান ফ্যানরা ।
'থেরি' ও 'মেরসাল'-এর মতো ব্লকবাস্টার ছবির পরিচালনা করেছেন আতলি । 'বিজিল' নামে আরও একটি ছবি মুক্তি পাবে এই মাসেই । শোনা যাচ্ছে, আতলির পরিচালনাতেই পরবর্তী ছবিটি করবেন কিং খান । ইতিমধ্যেই নাকি ছবির স্ক্রিপ্ট শাহরুখকে শুনিয়েছেন তিনি । ছবিটি একটি অ্যাকশন ড্রামা । পুরোটাই বাণিজ্যিক ছবি । যার প্রযোজনা করবে রেড চিলিজ় এন্টারটেনমেন্ট । আর এর জন্য পরিচালককে ৩০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে ।
তবে ছবিটি নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি । অনেকের মতে ২ নভেম্বর জন্মদিনই পরবর্তী ছবির কথা ঘোষণা করবেন শাহরুখ । এদিকে তামিল সুপারস্টার বিজয়ের ফ্যানেরা শাহরুখ ও বিজয়কে এক স্ক্রিনে দেখতে চান । তা কতদূর সম্ভব হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে ।