মুম্বই : বলিউডের কিং খানের ভক্ত যে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, তা না বললেও চলে । শাহরুখকে ইমপ্রেস করতে অনেক পাগলামোই করে থাকে তাঁর ভক্তরা । এমনই এক ভক্তের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা অনুপম খের ।
হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের । তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে এই ছবির হিট গান 'তুঝে দেখা তো ইয়া জানা সনম'-তে কেনিয়ায় শাহরুখের দুই ভক্তকে লিপ-সিংক করতে দেখা গেল ।