পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Pathan Release Date : কবে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'পাঠান', জানাল ইয়াশ রাজ ফিল্মস - Pathan will be released on 25 January 2023

পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান', জানিয়ে দিল ইয়াশ রাজ ফিল্মস (Shah Rukh Khan most awaited film Pathan have locked the release date ) ৷

Pathan Release Date
কবে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'পাঠান', জানাল ইয়াশ রাজ ফিল্মস

By

Published : Mar 2, 2022, 1:39 PM IST

হায়দরাবাদ, 2 মার্চ :শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'-এর জন্য বহুদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ অনুরাগীরা ৷ 'জিরো' মুক্তির 3 বছর পর আবারও বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ কিন্তু কবে মুক্তি পাচ্ছে এই ছবি ? এবার সামনে এল সেই অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ইয়াশ রাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তারা জানিয়েছেন, হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগু ভাষাতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023)৷

এই অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়োতে অবশ্য় খুব সুকৌশলে আড়াল করে রাখা হয়েছে পর্দার বাজিগরের নতুন লুকটিকে ৷ ভিডিয়োর শুরুতে মূল চরিত্র পাঠান সম্পর্কে বেশ কিছু তথ্য় দর্শকের সামনে তুলে ধরেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন ৷ আর তারপরেই শোনা যায় কিং খানের গলা ৷ শাহরুখের এই ছবি যে দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন: তদন্ত কমিটির রিপোর্টে ড্রাগ চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ নেই আরিয়ানের বিরুদ্ধে

বর্তমানে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে রাজকুমার হিরানির একটি ফিল্ম ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ সূত্রের খবর, একটি বাণিজ্যিক বিনোদনমূলক ফিল্ম এবং রাজ-ডিকের অ্যাকশন ফিল্মের কাজও রয়েছে কিং খানের হাতে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details