মুম্বই : বনি কাপুর তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরের সঙ্গে আজ সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে অভিনেত্রী শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচন করলেন ।
ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে এই অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন । প্রথম ছবিতে অভিনেত্রীকে 'মিস্টার ইন্ডিয়া'-র 'হাওয়া হাওয়াই' চরিত্রে দেখা যাচ্ছে । দ্বিতীয় ছবিতে বনি, জাহ্নবী ও খুশি কাপুরকে শ্রীদেবীর মোমের মূর্তির সঙ্গে পোজ় দিতে দেখা যায় ।
13 অগাস্ট শ্রীদেবীর 56 তম জন্মবার্ষিকীতে শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচনে কথা ঘোষণা করা হয়েছিল মিউজ়িয়ামের তরফে ।