পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আপনাকে খুব মিস করব", বালাসুব্রমনিয়মের প্রয়াণে শোকাহত তারকারা - SP Balasubrahmanyam South Stars Mourn

মাত্র 74 বছর বয়সে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা ।

asd
asd

By

Published : Sep 25, 2020, 6:20 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে 5 অগাস্ট চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভরতি হয়েছিলেন এস পি বালাসুব্রমনিয়ম । এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন তিনি । কিন্তু, গতকাল রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর আজ সকালে ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তারকারা ।

লতা মঙ্গেশকর : প্রতিভাশালী গায়ক, মধুরভাষী, খুব ভালো মানুষ ছিলেন এস পি বালাসুব্রমনিয়ম । তাঁর মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগছে । বহু গান আমরা একসঙ্গে গেয়েছি, অনেক শো করেছি । সেই সব কথাই মনে পড়ছে । ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক । তাঁর পরিবারের প্রতি সমবেদনা ।

আশা ভোঁসলে : এই বছর একাধিক খারাপ ঘটনা ঘটেছে । আর এস পি বালাসুব্রমনিয়মের মৃত্যুর খরবটা শুনে আমার খুব খারাপ লাগল । উনি অসাধারণ একজন শিল্পী ছিলেন । লতা দিদির সঙ্গে তাঁর গান স্মরণীয় ছিল । একটি তামিল গান গেয়েছিলাম । তামিল উচ্চারণ ঠিক করার জন্য আমাকে অনেক সাহায্য করেছিলেন । এই ধরনের সব মহান শিল্পীদের মৃত্যুর ফলে সংগীত জগতের খুব ক্ষতি হচ্ছে । তাঁর আত্মার শান্তি কামনা করি ।

সলমান খান : এস পি বালাসুব্রমনিয়ম স্যারের খবরটা শুনে মন ভেঙে গেল...গানের মধ্যে দিয়েই আপনি অমর হয়ে থাকবেন !

শাহরুখ খান : বালা সুব্রমনিয়ম স্যারের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই । তাঁর আত্মার শান্তি কামনা করি...তাঁর কণ্ঠটাকে মিস করব ।

হেমা মালিনী : একটা যুগের অবসান হল ! কোরোনার সঙ্গে দীর্ঘদিন হাসপাতালে লড়াই করছিলেন । ভগবান তাঁকে শান্তি দিক । সবাই তাঁকে মিস করবে ।

মাধুরি দীক্ষিত : একটা যুগের অবসান...আপনার কণ্ঠস্বর চিরটাকাল আমাদের হৃদয়ে থেকে যাবে বালা সুব্রমনিয়মজি ।

অনিল কাপুর : একজন অসাধারণ মানুষ ও গায়ক...ডাবিংয়ের সময় তাঁকে পেয়ে আমি ধন্য...আমার প্রথম তেলুগু ও কন্নড় ছবিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি...এস পি বালাসুব্রমনিয়ম আপনাকে খুব মিস করব...।

অজয় দেবগন : আমার প্রথমদিকের সিনেমাগুলোতে এস পি বালাসুব্রমনিয়ম স্যারের গানের একটা বিশাল প্রভাব ছিল । তার আগে থেকেই অবশ্য তিনি লেজেন্ড ছিলেন । তাঁর মৃত্যুর খরটা শুনে খারাপ লাগছে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

রীতেশ দেশমুখ : হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে...#এসপিবালাসুব্রমনিয়ম জি এই অসাধারণ গানের জন্য ধন্যবাদ । ভারী হৃদয় নিয়ে বলছি...সাথিয়া ইয়ে তুনে কে কিয়া ?

মহেশ বাবু : এস পি বালাসুব্রমনিয়ম গারু যে আর নেই এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছি না । আপনার আত্মার শান্তি কামনা করি স্যার ।

এ আর রহমান : বিধ্বস্ত

অক্ষয় কুমার : বালাসুব্রমনিয়মজির মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগছে...কয়েকমাস আগেই লকডাউনের মধ্যে তাঁর সঙ্গে একটি ভার্চুয়াল কনসার্ট করেছিলাম...জীবন সত্যিই বড় অনিশ্চিত । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

অদিতি রাও হায়দারি : আপনার আত্মার শান্তি কামনা করি স্যার । চিরন্তন ভালোবাসার স্বর হয়ে থাকবেন আপনি...আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই...

রবিনা ট্যান্ডন : সত্যিই এটা একটা দুঃখের দিন ! একজন লেজেন্ডের মৃত্যু হল ।

ABOUT THE AUTHOR

...view details