পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অক্ষয়ের গলায় বাংলা প্রোমো, প্রশংসায় স্বয়ং সৌরভ - বলিউড অভিনেতা

এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'মিশন মঙ্গল'। ছবির বিষয়বস্তু, কাস্ট, ট্রেলার - সবকিছুই ইতিমধ্যে বিপুল উৎসাহ তৈরি করেছে দর্শকমহলে। আর এবার নতুন চমক। কারণ অক্ষয় কুমারের গলায় শোনা গেল 'মিশন মঙ্গল'-এর একটা আস্ত বাংলা প্রোমো। প্রশংসা করলেন স্বয়ং 'দাদা' সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি

By

Published : Aug 3, 2019, 2:29 PM IST

মুম্বই : "এই সিঁদুর বহুদূর পৌঁছে যাবে", নারীশক্তির দাপট বোঝাতেই এই প্রোমো। শুধু এই প্রোমো নয়, পুরো সিনেমা জুড়েই রমনী শক্তির জয়যাত্রা। প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলি।

অক্ষয় কুমারের গলায় বাংলা প্রোমোটি শেয়ার করে সৌরভ লিখেছেন, "টিম 'মিশন মঙ্গল' এই নারীদের শক্তি, সাহস, আভিজাত্য ও স্পিরিটকে স্যালুট জানায়। এঁরা বিশ্বাস করেন যে, আকাশ কোনও সীমা নয়।"

এরপর সৌরভ লিখেছেন, "বাংলা প্রোমো দেখুন।" সৌরভের এই পোস্টের পরিপ্রেক্ষিতে অক্ষয় আবার লিখেছেন, "ধন্যবাদ দাদা। বিজ্ঞানের ভাষা সর্বজনীন। কোনও ভুল হলে ক্ষমা করবেন।"

ABOUT THE AUTHOR

...view details