পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৌরভের বায়োপিকে হৃতিক ? অভিনেতাকে দারুণ পরামর্শ দিলেন 'দাদা' - সৌরভ গাঙ্গুলির খবর

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক হল, সচিন তেন্ডুলকরকে নিয়ে তথ্যচিত্র হল, সৌরভ গাঙ্গুলির বায়োপিক কবে হবে ? অনেক দিন থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সৌরভ অনুরাগীদের মনে । কিন্তু, কোনও উত্তর পাওয়া যায়নি । এরই মধ্যে নেহা ধুপিয়ার সঙ্গে একটি চ্যাট শোয়ে হৃতিক রোশনকে নিজের মতো বডি তৈরির পরামর্শ দিলেন সৌরভ। কোনও সুখবর আছে কি ?

hrithik roshan in sourav ganguly's bioipc
hrithik roshan in sourav ganguly's bioipc

By

Published : Sep 16, 2020, 12:19 PM IST

মুম্বই : নেহা ধুপিয়ার টক শো 'নো ফিল্টার নেহা'-তে অতিথি হিসেবে এসেছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বি.সি.সি.আই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি । সেখানে কোটি কোটি ফ্যানেদের হয়ে সৌরভকে নেহা একটি প্রশ্ন করেন । জানতে চান, "তোমার কি কোনও বায়োপিক তৈরি হবে সৌরভ ?"

নেহার এই প্রশ্ন শুনে সৌরভ পালটা প্রশ্ন করেন, "কে আমার চরিত্রে ঠিকঠাক অভিনয় করতে পারবেন ?" উত্তরে নেহা একটি নাম নেন । তিনি বলেন, "আমার তো হৃতিক রোশনের নাম মাথায় আসছে ।"

শুনে সৌরভ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুচকি হেসে বলেন, "তাহলে তো হৃতিককে আমার মতো বডি বানাতে হবে ।" 'দাদা'-র এই কথা শুনে নেহা তো হেসে কুটোপাটি । সঙ্গে তাঁর ফ্যানেদের মনেও আশার আলো জাগল । কোনও গ্রিন সিগনাল দেখা গেল কি ?

দেখে নিন ভিডিয়ো...

সৌরভ এর আগে নিজের মুখে বলেছেন যে, একাধিক পরিচালক-প্রযোজক তাঁকে অ্যাপ্রোচ করেছেন বায়োপিক তৈরি করার জন্য । আর সেই নিয়ে কোনও আপত্তিও নেই দাদার । সৌরভ এটাও জানিয়েছিলেন যে, কাকে নিজের চরিত্রে দেখতে চান তিনি । কে বলুন তো ? সৌরভ হৃতিককেই চেয়েছিলেন । কি কাকতালীয় নয় ব্যাপারটা ?

ABOUT THE AUTHOR

...view details