শোনা যাচ্ছে, বিয়েতে উপস্থিত থাকতে পারেন অভিনেতা কমল হাসানও। বিয়ের আগে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও সেরেছেন রজনীকান্তের পরিবার। এই রিসেপশনে সংগীত ও মেহন্দির অনুষ্ঠানও হয়েছে।
বিয়ের পিঁড়িতে বসছেন রজনীকান্ত-কন্য়া সৌন্দর্য্য় - rajnikanth
রজনীকান্তের পরিবারে এখন খুশির জোয়ার। অভিনেতা রজনীকান্তের মেয়ে সৌন্দর্য্য় বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্র অভিনেতা-ব্যবসায়ী ভিশাগন ভাননগামুড়ি। দক্ষিণী রীতি মেনেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। ইতিমধ্য়েই রজনীকান্ত ও তাঁর পরিবার পৌঁছে গেছেন চেন্নাইয়ের লীলা প্য়ালেস হোটেলে। সেখানেই বসবে বিয়ের নহবৎ।
soundarya