পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ের পিঁড়িতে বসছেন রজনীকান্ত-কন্য়া সৌন্দর্য্য় - rajnikanth

রজনীকান্তের পরিবারে এখন খুশির জোয়ার। অভিনেতা রজনীকান্তের মেয়ে সৌন্দর্য্য় বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্র অভিনেতা-ব্যবসায়ী ভিশাগন ভাননগামুড়ি। দক্ষিণী রীতি মেনেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। ইতিমধ্য়েই রজনীকান্ত ও তাঁর পরিবার পৌঁছে গেছেন চেন্নাইয়ের লীলা প্য়ালেস হোটেলে। সেখানেই বসবে বিয়ের নহবৎ।

soundarya

By

Published : Feb 11, 2019, 11:23 AM IST

শোনা যাচ্ছে, বিয়েতে উপস্থিত থাকতে পারেন অভিনেতা কমল হাসানও। বিয়ের আগে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও সেরেছেন রজনীকান্তের পরিবার। এই রিসেপশনে সংগীত ও মেহন্দির অনুষ্ঠানও হয়েছে।

সৌন্দর্য্য় এই অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নিজের সোশাল অ্য়াকাউন্টে। দ্বিতীয়বার বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন সৌন্দর্য্য় ও ভিশাগন। তিন বছরের একটি ছেলেও আছে সৌন্দর্য্য়র। পেশায় একজন ডিজ়াইনার ও ছবি পরিচালক তিনি।


ABOUT THE AUTHOR

...view details