পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সূর্যবংশী'-র প্রযোজক তালিকা থেকে সরানো হবে করণের নাম ? - Karan Johar to be dropped as producer of Sooryavanshi ? করণ জোহরের খবর

রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'-র অন্যতম প্রযোজক করণ জোহর । তবে এই নেপোটিজ়ম নিয়ে চর্চার পর কি প্রযোজকের তালিকা থেকে তাঁর নাম সরানো হবে ? উত্তর দিল ছবির অন্য আর এক প্রযোজক ও প্রেজ়েন্টার রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ।

karan johar in Sooryavanshi
karan johar in Sooryavanshi

By

Published : Jul 2, 2020, 7:53 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াতে বেশি সময় লাগে না । সত্যতা বিচার না করেই যে কোনও খবর ফরওয়ার্ড হতে থাকে লোকের হাতে হাতে । তেমনই একটি খবর হল, 'সূর্যবংশী'-র প্রযোজক তালিকা থেকে সরানো হবে করণ জোহরের নাম ।

এই খবরটি যে ভুয়ো সেটা সোশাল মিডিয়ায় কনফার্ম করে জানালেন ট্রেড এক্সপার্ট তরণ আদর্শ । তিনি লিখেছেন, "ইম্পর্টেন্ট..খবর শোনা যাচ্ছে যে, করণ জোহর আর 'সূর্যবংশী'-র অংশ নন । তবে এই খবর সম্পূর্ণ মিথ্যে ।"

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে করণ জোহরের উপর । তাঁকে 'নেপোটিজ়মের ধ্বজাধারী' তকমা দিয়ে বলিউড থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে । তারপরেই শোনা যায় যে, 'সূর্যবংশী'-র পরিচালক রোহিত শেট্টি ও অভিনেতা অক্ষয় কুমার নাকি এই ছবিতে করণের যাবতীয় ইনভেস্টমেন্ট ফিরিয়ে দিয়েছেন । তাঁরা নাকি চান না করণ এই ফিল্মের অংশ থাকুন ।

তবে আদতে তেমন কিছুই হয়নি । পরিষ্কার হল অচিরেই । যদিও করণের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

OTT প্ল্যাটফর্মে রিলিজ়ের পথে না হেঁটে থিয়াটারেই মুক্তি পাবে 'সূর্যবংশী' । এই বছরের দিওয়ালিতে মুক্তির পরিকল্পনা রয়েছে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত এই অ্যাকশন ফিল্মের ।

ABOUT THE AUTHOR

...view details