পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অন্য পথে...

OTT প্ল্যাটফর্মে মুক্তির পথে না হেঁটে থিয়েটার রিলিজ়ের দিকেই এগোচ্ছে 'সূর্যবংশী' ও '83' ।

Akshay Kumar and Ranveer Singh new release
Akshay Kumar and Ranveer Singh new release

By

Published : Jun 30, 2020, 12:54 PM IST

মুম্বই : কোরোনা এসে বদলে দিয়েছে আমাদের লাইফস্টাইলের মানচিত্র । শুধু ব্যক্তিগত লাইফস্টাইল নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন । বদল এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তাতেও । সিনেমা হল ছেড়ে OTT-তে মুক্তি পাচ্ছে বড় ব্যানারের ছবি । তবে সেই পথে হাঁটছে না 'সূর্যবংশী' ও '83' ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লিখেছেন যে, "বিগ ডেভলপমেন্ট...'সূর্যবংশী' ও '83' থিয়েটারে মুক্তি পাবে । এই দিওয়ালিতে মুক্তি পেতে পারে 'সূর্যবংশী' এবং আসন্ন ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে '83'-এর ।"

তবে এখনও জানা যায়নি মুক্তির তারিখ । আর সময়টাও বদলে যেতে পারে প্রয়োজনে । কারণ কোরোনা পরবর্তী সময়ে এখন সবকিছুই অনিশ্চিত । এখন পরিকল্পনার কেবলমাত্র একটা প্রাথমিক রূপরেখা টানা যেতে পারে ।

অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব' আবার মুক্তি পাচ্ছে ডিজ়নি হটস্টারে । শুধু তাই নয়, অজয় দেবগণের 'ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া', 'সড়ক 2', 'বিগ বুল' ও 'দিল বেচারা'-র মতো ছবিও মুক্তি পাচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ।

ABOUT THE AUTHOR

...view details