মুম্বই : কোরোনা এসে বদলে দিয়েছে আমাদের লাইফস্টাইলের মানচিত্র । শুধু ব্যক্তিগত লাইফস্টাইল নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন । বদল এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তাতেও । সিনেমা হল ছেড়ে OTT-তে মুক্তি পাচ্ছে বড় ব্যানারের ছবি । তবে সেই পথে হাঁটছে না 'সূর্যবংশী' ও '83' ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লিখেছেন যে, "বিগ ডেভলপমেন্ট...'সূর্যবংশী' ও '83' থিয়েটারে মুক্তি পাবে । এই দিওয়ালিতে মুক্তি পেতে পারে 'সূর্যবংশী' এবং আসন্ন ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে '83'-এর ।"