মুম্বই : সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার ছিলেন দিশা সালিয়ান । অভিনেতার মৃত্যুর কয়েকদিন আগেই আত্মহত্যা করেন দিশাও । শোনা যাচ্ছে, দিশার সঙ্গে নাকি সম্পর্ক ছিল অভিনেতা সুরজ পাঞ্চোলির । এমনকী, দিশার মৃত্যুর জন্য তাঁকেই দায়ি করেছেন অনেকেই । যদিও এই অভিযোগ অস্বীকার করেন সুরজ ।
বর্তমানে টুইটারে ট্রেন্ডিং হচ্ছেন সুরজ । শোনা যাচ্ছে, দিশার সঙ্গে সম্পর্ক ছিল সুরজের । এমনকী, গর্ভবতী হয়ে যান তিনি । এদিকে গর্ভপাত করানোর জন্য দিশাকে জোর দিচ্ছিলেন সুরজ । যদিও দিশা গর্ভপাতে রাজি ছিলেন না । সুশান্তের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় তাঁকে গোটা বিষয়টি জানান দিশা । এ বিষয়ে দিশাকে সমর্থন করেন সুশান্ত । দিশার মৃত্যুর সময় নাকি তাঁর ফ্ল্যাটে উপস্থিত ছিলেন সুরজ । এই খবর ছড়িয়ে পড়ার পরই সামনে আসার পরই দিশার মৃত্যু নিয়েও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে ।