মুম্বই : সিনেপ্রেমী মানুষদের চমকে দিয়ে পরলোকে পাড়ি দেন ইরফান খান । এত অপ্রত্যাশিত তাঁর মৃত্যু যে, এখনও মেনে নিতে কষ্ট হয় । একই অবস্থা সুজিত সরকারের । তাঁর অন্যতম প্রিয় অভিনেতা ও বন্ধু ইরফানের মৃত্যুটা মেনে নিতে পারেননি তিনি ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুজিত বলেন, "আমি প্রতিদিন ইরফানের কথা ভাবি । চোখের সামনে ওঁর ছবিটা ভাসে । শেষ দু'বছরে আমরা আরও ক্লোজ় হয়ে গেছিলাম । মৃত্যুর আগের 10 দিন আমি সবসময় সুতপা আর বাবিলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম । বাবিল সেদিন সকালে আমায় খবরটা জানায় । আমার মনে হয় ইরফান যেন আমার সঙ্গেই আছে । ওঁর মৃত্যুটাকে মানিয়ে নিতে পারব না কোনওদিন ।"