মুম্বই : লকডাউন ও কোরোনা পরিস্থিতি সোনু সুদকে একটা নতুন পরিচিতি দিয়েছে । অভিনেতার থেকেও বড় হয়ে উঠেছে তাঁর পরোপকারী স্বভাব, মানুষকে সাহায্য করার বিরল মানসিকতা । তাঁর জীবনের মূল মন্ত্র অসহায়দের সহায় হয়ে ওঠা, সেটা যে কোনও উপায়ে ।
আজ শিবরাত্রি । সোশাল মিডিয়ায় শিবের ছবির ছড়াছড়ি । তবে এটাই কি দিনটিকে উদযাপন করার একমাত্র উপায় ? বরং মানবজীবনের উন্নয়ণেই সেজে উঠুক উৎসবের আনন্দ । মত সোনুর ।