পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বই লিখছেন সোনু, প্রকাশ্যে এল নাম - সোনু সুদের জীবনী

বই লিখছেন সোনু সুদ । এই লকডাউন চলাকালীন অসংখ্য মানুষকে সাহায্য করেছেন তিনি । সেই সব অভিজ্ঞতাকে একজোট করে বইটি লিখছেন তিনি । প্রকাশ্যে এল বইয়ের নাম, 'আই অ্যাম নো মসিআঁহ' (I Am No Messiah) ।

sonu writes book
sonu writes book

By

Published : Nov 12, 2020, 6:53 AM IST

মুম্বই : এই লকডাউনে সোনুর জীবনে যত অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, তাঁর সারা জীবনে বোধহয় তত অভিজ্ঞতা হয়নি । প্রত্যেকদিন তাঁর কাছে আসে হাজার হাজার অনুরোধ, বিভিন্ন ধরনের সাহায্যের আবেদন । প্রত্যেকের নিজস্ব গল্প আছে, নিজস্ব স্ট্রাগল আছে । সেগুলো পড়েন সোনু, নিজের সাধ্যমতো সাহায্য করেন ।

এবার সেই অভিজ্ঞতাগুলোকে ছাপার অক্ষরে বাঁধতে চান অভিনেতা । তাই একটি বই লিখছেন । প্রকাশ্যে এল বইয়ের নাম, 'I Am No Messiah' অর্থাৎ নিজেকে রক্ষাকর্তা বলতে রাজি নন সোনু ।

"অনেকেই আমায় ভালোবেসে মসিআঁহ নামকরণ করেছেন । তবে আমি এই নামে বিশ্বাস করি না । আমি সেটাই করি, যেটা আমার হৃদয় সায় দেয় । সবাইকে সাহায্য করাটা আমাদের দায়িত্বমাত্র ।", IANS-এর কাছে নিজের আবেগ তুলে ধরেছেন অভিনেতা ।

.

শুরু হয়েছিল ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া থেকে । তবে এখন যে কোনও মানুষের যে কোনও সমস্যাতেই হাত বাড়িয়ে দেন সোনু । মোবাইল টাওয়ার লাগানো থেকে শুরু করে, অস্ত্রোপচারের অর্থ জোগাড় করা...সবকিছুতেই 'মসিআহঁ' অবতারে দেখা দেন তিনি ।

সোনুর সঙ্গে বইটি লিখছেন মীনা আইয়ার । সব ঠিক থাকলে এই ডিসেম্বরে মুক্তি পাবে 'I Am No Messiah' ।

ABOUT THE AUTHOR

...view details