মুম্বই : এবার লেখকের ভূমিকায় দেখা যাবে সোনু সুদকে । তবে সেটা কোনও সিনেমার চরিত্র নয় । রিয়েল লাইফেই এবার বই লিখবেন বলে ঠিক করেছেন অভিনেতা । তাও আবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে । আসলে সেই বইতে তুলে ধরা হবে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কাটানো মুহূর্তগুলির অভিজ্ঞতা । সম্প্রতি একথা জানিয়েছেন সোনু নিজেই ।
কর্মসূত্রে মুম্বইতে থাকতেন একাধিক শ্রমিক । কিন্তু, কোরোনা সংক্রমণ ঠেকাতে হঠাৎ লকডাউন জারি হওয়ায় নিজের রাজ্যে ফিরতে পারেননি তাঁরা । আটকে পড়েছিলেন মুম্বই সহ একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় । এদিকে ওই পরিস্থিতিতে কাজ হারিয়ে সমস্যায় পড়েন তাঁরা । ঠিক করে খেতেও পারছিলেন না । এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সোনু । বাস, বিমান ও ট্রেনে করে সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠান তিনি । তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন নেটিজ়েনদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও । তবে শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোই নয়, সোশাল মিডিয়ায় তাঁর সাহায্য চেয়েছিলেন অনেকেই । সবাইকে নিজের সাধ্য মতো সাহায্যও করেন তিনি । আর এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর সেই অভিজ্ঞতা নিয়ে বই লিখতে চলেছেন অভিনেতা ।