পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের নজির গড়লেন সোনু

100 টি ই-রিক্সা দান করে ফের সমাজসেবার নজির গড়লেন সোনু সুদ । তারকা হলেও নিজের জন্মস্থান পঞ্জাবের মোগার উন্নয়ণ নিয়ে এতটাই চিন্তিত অভিনেতা ।

Sonu Sood to distribute e-rickshaws
Sonu Sood to distribute e-rickshaws

By

Published : Feb 15, 2021, 12:38 PM IST

মুম্বই : লকডাউনের সময় সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ত্রাণ প্রকল্পকে ছাপিয়ে যে নামটি উপরে উঠে এসেছিল, তা হল সোনু সুদ । এই যুগে দাঁড়িয়ে একজন ব্যক্তি যে এতটা নির্ভরযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক হতে পারেন, তার প্রমাণ দিয়েছিলেন সোনু । লকডাউন উঠে গেছে, কোরোনার দাপাদাপিও কমেছে অনেক, তবে সোনুর সমাজসেবা কিন্তু থামেনি ।

নিজের জন্মস্থান পঞ্জাবের মোগাতে 100টি ই-রিক্সা দান করলেন অভিনেতা । জানালেন, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ আরও অনেক রাজ্যে এই কাজ করার পরিকল্পনা রয়েছে সোনুর ।

...

"আমি চাই মানুষ স্বনির্ভর হোক । একমাত্র তাহলেই তাদের রোজগার বাড়বে এবং দেশের উন্নয়ণ হবে । লকডাউনের পর অনেকের কাজ হারিয়েছে । ই-রিক্সা তাদের সাহায্য করবে । আমি সবাইকে অনুরোধ করব যে, ভুলভাল কাজে টাকা নষ্ট না করে বেকারদের একটা ই-রিক্সা উপহার দিন ।", IANS-কে বললেন সোনু ।

এভাবেই সকলের মুখে হাসি ফোটাকে বদ্ধপরিকর অভিনেতা । সোনু চান না যে, দেশের এক শ্রেণীর মানুষ সমস্ত সুবিধা ভোগ করবে আর এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে শুকিয়ে মারা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details