মুম্বই, ২০জুন: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" কথাটি প্রমাণ করে দিয়েছেন অভিনেতা সোনু সুদ । গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার লাগামহীন তাঁর যাত্রা আজও বর্তমান । যে কোনো অসহায় মানুষের আর্তির খবর তাঁর কানে পোছালেই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় মসিহা । এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভক্তদের সমস্ত সুবিধা অসুবিধা এবং আবদার রাখার চেষ্টা করেন তিনি । এমনকি ভক্তদের তাঁর প্রতি ভালোবাসা এবং সম্মানের মানও রাখেন গরিবের ভগবান । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের মুখ আঁকা এক বিশাল ওয়াল পেন্টিং । তাঁর সামনে দাঁড়িয়ে আছে এক কিশোর এবং এক যুবক । রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে মসিহার মুখ ।