পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার ট্রেনে হাজারের বেশি শ্রমিককে বাড়ি ফেরালেন সোনু

বাস ও বিমানের পর এবার ট্রেনে করে ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিলেন সোনু সুদ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Sonu Sood helipng migrant workers
Sonu Sood helipng migrant workers

By

Published : Jun 2, 2020, 10:42 AM IST

Updated : Jun 2, 2020, 4:03 PM IST

মুম্বই : ভিনরাজ্যের শ্রমিকদের কাছে প্রায় দেবদূতের সমান হয়ে উঠেছেন সোনু সুদ । সারা দেশ থেকে অসংখ্য শ্রমিক বাড়ি যাওয়ার আবেদন জানিয়ে সাহায্য চাইছেন সোনুর কাছে । আর তিনিও সাহায্য করে চলেছেন সফলভাবে ।

এতদিন বাসে করে শ্রমিকদের বাড়ি পৌঁছে দিচ্ছিলেন সোনু । তবে বাসে তো বেশি সংখ্যক মানুষকে পাঠানো যায় না । তাই এবার ট্রেনের সাহায্য নিলেন অভিনেতা ।

সোনু দু'টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন । বিহার আর উত্তরপ্রদেশ নিবাসী প্রায় হাজার শ্রমিককে ট্রেনে করে বাড়ি পাঠালেন তিনি । নিজে ব্যক্তিগতভাবে ট্রেন স্টেশনে উপস্থিত ছিলেন সোনু ।

.

শুধু যে বাড়ি পাঠাচ্ছেন তা নয়, সোনু প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন খাবার আর স্যানিটাইজ়ারও । যাত্রাপথে যাতে কোনও অসুবিধা না হয়, সেই দিকে পুরো লক্ষ্য রেখেছেন অভিনেতা ।

তাঁর এই উদ্যোগে মুগ্ধ দেশবাসী । স্যালুট সোনু সুদকে ।

Last Updated : Jun 2, 2020, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details