মুম্বই : লকডাউন ও লকডাউন পরবর্তী সময় ভারতীয় মিডিয়ায় যে দু'টি নাম সবথেকে বেশি বিচরণ করেছে, তা হল সোনু সুদ এবং সুশান্ত সিং রাজপুত । দুই ভিন্ন কারণে এই দুই অভিনেতা সকলের ঘুম কেড়ে নিয়েছেন । সুশান্ত আজ নেই আমাদের মধ্যে । কিন্তু, তাঁকে নিয়ে প্রতিদিন নতুন নতুন গল্প তৈরি হচ্ছে আর কোনও প্রমাণ ছাড়াই সেই গল্পকে বিশ্বাস করছেন নেটিজেনরা । বিষয়টি নিয়ে কী বললেন সোনু ?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু বলেন, "আজ যদি সুশান্ত বেঁচে থাকতেন তাহলে এই সার্কাস দেখে হাসতেন । সবাই জানত যে, ধীরে ধীরে পুরো বিষয়টি এরকমই হয়ে উঠবে ।" সোনুর ইঙ্গিত সুশান্তের জটিল মৃত্যু-মামলার দিকে ।
সোনু বলেন যে, যারা কোনওদিন সুশান্তের সঙ্গে দেখাও করেননি, তারাও এখন মাঠে নেমে পড়েছেন । সুশান্তের প্রতিনিধি হয়ে কথা বলতে শুরু করেছেন তারা, অবাক সোনু ।
সুশান্তের মৃত্যুর দিনে সোনুর পোস্ট আরও অনেক বলিউড সেলেব্রিটির মতো সোনুও মনে করেন যে, একাধিক বলিউড ও রাজনৈতিক ব্যক্তিত্ব লাইমলাইট পাওয়ার জন্য সুশান্ত মামলাকে ব্যবহার করছেন । তারা নিজেরাই নিজেদের সুশান্তের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছেন, দেখে হয়তো সুশান্তেরও হাসি পেয়ে যেত...বলেছেন সোনু ।
সুশান্তের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল অভিনেতার । তাঁরা একসঙ্গে জিম করতেন । সোনুর মতে একজন আউটসাইডার হয়েও সুশান্ত যা অর্জন করেছিল, তা অসামান্য ।