পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজনীতি নয়,শুধু ভালোবাসা..

রাজনীতি করার জন্য নয়, শুধুমাত্র ভালোবাসা থেকেই ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্য করছেন সোনু সুদ । PTI-কে জানালেন অভিনেতা ।

Sonu Sood helping migrant workers
Sonu Sood helping migrant workers

By

Published : Jun 10, 2020, 2:17 PM IST

মুম্বই : কুড়ি হাজারের উপর শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন সোনু সুদ । এখনও আরও কতজনকে পাঠাবেন তার ইয়ত্তা নেই । সোনু কি রাজনীতিতে আসার জন্য এসব করছেন ? প্রশ্ন উঠছিল কয়েকদিন থেকে । পরিষ্কার জবাব দিলেন অভিনেতা ।

PTI-কে সোনু বললেন, "রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই । আমি ওই শ্রমিকদের ভালোবাসি । আমি চাই ওঁরা নিজেদের পরিবারের সঙ্গে থাকুক ।" এবং শেষ শ্রমিকটিকে বাড়ি পাঠিয়ে তবেই থামবেন সোনু ।

হ্যাঁ, এমনই বললেন তিনি । "শেষ শ্রমিকটি বাড়ি ফেরা অবধি আমি এই কাজ করে যাব । ফুল ফোর্সে এই কাজ চলবে । কেউ আশ্রয়হীন হয়ে থাকবে না । আমরা চাই ওঁর সুস্থভাবে বাড়ি ফিরুক ।"

.

8 জুন রাতে বান্দ্রা টার্মিনাসে শ্রমিকদের সঙ্গে দেখা করতে গেলে সোনুকে আটকায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স । সেই প্রসঙ্গে কোনও অভিযোগ না করেই অভিনেতা বললেন, "এই প্রথম আমায় আটকানো হল, তবে সেটা কোনও ব্যাপার নয় । ওঁরা ভেবেছিলেন যে 2-2.5 হাজার শ্রমিক আমায় দেখে উত্তেজিত হয়ে উঠবেন আর তাঁদের সামলানো মুশকিল হয়ে যাবে ।" তাই ব্যাপারটা সহজভাবেই নিয়েছেন সোনু ।

এভাবেই কাজ করে যান সোনু, স্যালুট অভিনেতাকে ।

ABOUT THE AUTHOR

...view details