পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পালটাতে চলেছে সোনুর ক্যারিয়ার

ব্যক্তিগত জীবনের সঙ্গে এবার এবার সোনু সুদের ক্যারিয়ারেও এক বদল আসতে চলেছে । এতদিন তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, এখন তার থেকে অনেক আলাদা ধরনের রোল অফার করা হচ্ছে তাঁকে । অভিনেতা নিজেই একথা জানালেন IANS-কে ।

Sonu Sood latest news
Sonu Sood latest news

By

Published : Dec 10, 2020, 6:58 AM IST

Updated : Dec 10, 2020, 8:48 AM IST

মুম্বই : এতদিন সোনু সুদকে কিছু বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে । হয় ভিলেন নয় কমেডি চরিত্রে অভিনয় করেছেন তিনি । অভিনয়ের থেকে অনেক বেশি করে ফোকাস করা হয়েছে তাঁর মাসল ভরতি শরীরে । এবার তাঁর সেই ইমেজ বদলাতে চলেছে ।

সোনু বললেন, "আমায় এখন অন্য ধরনের চরিত্র অফার করা হচ্ছে । লার্জার দ্যান লাইফ, রিয়েল লাইফ হিরোর চরিত্র পাচ্ছি আমি । আমি বাস্তব জীবনে যা করেছি, আমার স্ক্রিপ্টেও সেই ঘটনাগুলো জায়গা করে নিচ্ছে ।"

লকডাউন ও তার পরবর্তী সময়ে সোনু যেভাবে দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন, তা আজ সবার কাছে এক অনুপ্রেরণা । এক কথায় সবাই তাঁকে 'মসিহাঁ' অর্থাৎ রক্ষাকর্তারূপে মেনে নিয়েছেন । এহেন সোনুর ক্যারিয়ারে যে তার ছাপ পড়বে, তা বলার অপেক্ষা রাখে না ।

অভিনেতা বললেন, "দায়িত্ব অনেক বেড়ে গেছে । আমি এই শহরে শুধুমাত্র অভিনেতা হতেই এসেছিলাম । আর আমি সেটাই করে যাব । তবে চরিত্রগুলো আগের থেকে আলাদা হবে, নতুন ধরনের গল্প উঠে আসবে ।"

রোহিত শেট্টি পরিচালিত 'সিম্বা' ছবিতে শেষ অভিনয় করেছেন সোনু ।

Last Updated : Dec 10, 2020, 8:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details