মুম্বই : লকডাউনের ফলে ভিনরাজ্যের শ্রমিকদের দুর্দশার শেষ নেই । দিন আনি দিন খাই মানুষগুলোর হাতে কাজ নেই, পেটে ভাত নেই, সঙ্গে পরিবারও নেই । তাঁদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ । বিশেষ বাসের ব্যবস্থা করেছেন তিনি ।
আর তাই এক ব্য়ক্তি মদের দোকানে পৌঁছে দেওয়ার আর্জি জানালেন সোনুর কাছে, অবশ্যই রসিকতার ছলে । টুইটারে সেই ব্যক্তি লিখেছেন, "সোনু ভাই, আমি বাড়িতে আটকে রয়েছি । দয়া করে আমায় একটা মদের দোকানে পৌঁছে দিন ।"