মুম্বই : সোনু সুদকে নিয়ে দেশবাসীর মাতামাতির কোনও শেষ নেই । আর সেটাই বোধহয় স্বাভাবিক । তিনি যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, তা কি ভোলা যায় ? ছবি, পোস্টার, মূতির পর এবার সোনুর নামে তৈরি হল মন্দির ।
তেলাঙ্গানার একটা গ্রামে সোনুর আবক্ষ মূর্তি স্থাপন করে একটি মন্দির তৈরি করেছেন গ্রামবাসীরা । তাঁর সেই মূর্তি ঘিরে সবাই হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন । পিছনে টাঙানো ব্যানারে লেখা 'দ্য রিয়েল হিরো অফ ইন্ডিয়া সোনু সুদ'