মুম্বই : তিনি রিল লাইফের ভিলেন হতে পারেন, তবে রিয়েল লাইফে তিনি হিরোর থেকে কোনও অংশে কম নয় । কথা হচ্ছে সোনু সুদকে নিয়ে । তাঁর কার্যকলাপ দেখে দেশের 'সুপারম্যান'-এর তকমা দেওয়া হয়েছে সোনুকে, সোশাল মিডিয়া ইউজ়াররা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে ।
আর হবে না-ই বা কেন ? যার যেখানে সমস্যা এক লহমায় তার মীমাংসা করছেন সোনু । সম্প্রতি তিনি জানিয়েছেন যে, অ্যাথলিট সুদামা যাদবের হাঁটুর অস্ত্রোপচার করাবেন অবিলম্বে ।