পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বন্যা কবলিত অসহায় মহিলার পাশে সোনু, দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি

অসমের বন্যা কবলিত মহিলার পাশে দাঁড়ালেন সোনু সুদ । রাখির দিনে "বোন"-কে দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি ।

Sonu Sood pledges support to woman whose home was ravaged by rains
Sonu Sood pledges support to woman whose home was ravaged by rains

By

Published : Aug 3, 2020, 2:23 PM IST

মুম্বই : এবার অসমের বন্যাতেও ত্রাতার ভূমিকায় সোনু সুদ । বন্যা কবলিত মহিলার বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিলেন তিনি সোশাল মিডিয়ায় ।

এক টুইটার ইউজ়ার সোনুকে ট্যাগ করে শেয়ার করেছেন একটি ভিডিয়ো, এক অসহায় মহিলার অস্থায়ী বাড়ির ভিডিয়ো সেটি । সেই ইউজ়ার লিখেছেন যে, বাড়িটি এক বিধবা মহিলার । ছোটো বাচ্চা রয়েছে তাঁর, কিন্তু খাবারের টাকা নেই । আর বৃষ্টি কেড়ে নিয়েছে মাথার ছাদও । এই অবস্থায় সোনুকেই তাঁদের "শেষ আশা" বলে উল্লেখ করেছেন সেই ইউজ়ার ।

এমন এক ভিডিয়োর পর চুপ থাকতে পারেননি সোনু । ভিডিয়োটি রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, "এই রাখির দিনে আমাদের অসমের বোনকে একটু সাহায্য করা যাক..একটা বাড়ি তৈরি করে দেওয়া যাক..."

সৌজন্যে টুইটার..

লকডাউনের মধ্যে হাজার হাজার ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু । তাঁদের চাকরির ব্যবস্থা করেছেন কর্মসংস্থান অ্যাপের মাধ্যমে । আর এবার আশ্রয়হীনদের জন্য বাড়িও তৈরি করে দেবেন সোনু ।

তেলাঙ্গানার তিন অনাথ ভাইবোনকে দত্তক নিয়েছেন সোনু । সেই খবরে সারা দেশ অভিনেতাকে নিয়ে জয়জয়কার করছে আপাতত ।

ABOUT THE AUTHOR

...view details