মুম্বই : ছোটো শহর থেকে উঠে আসা সোনু জানেন যে, সেখানকার ছেলেমেয়েদের কী কী সমস্যার মুখে পড়তে হয় । নিজে যে অপ্রাপ্তির মধ্যে দিয়ে বড় হয়েছেন, আর কাউকে যেন তার মুখোমুখি হতে না হয়....সেই আশায় এবার উদীয়মান ক্রিকেটরদের পাশে সোনু ।
দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছেন সোনু । সেখানে প্রকাশ পাবে উদীয়মান ক্রিকেটরদের প্রতিভা । নিজেদের ট্যালেন্ট তুলে ধরতে দরজায় দরজায় ঘুরতে হবে না তাদের ।