মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে 2 মাস । কিন্তু, তাঁকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন সেই বিতর্ক এখনও জারি রয়েছে । অভিনেতার সঙ্গে ঠিক কী হয়েছিল তা জানতে চান তাঁর অনুরাগী থেকে শুরু করে পরিবার, একাধিক বলি তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা । সত্যিটা যাতে সামনে আসে তার জন্য CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা । সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ । অবশেষে গতকাল এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় শীর্ষ আদালত । এই রায়কে স্বাগত জানিয়েছেন একাধিক বলি তারকা ।
সোনু সুদ : সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্তভার সুপ্রিম কোর্ট CBI-এর হাতে তুলে দেওয়ায় খুশি হয়েছি ।
সতীশ কৌশিক : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আসলে কি হয়েছিল সেই সত্যিটা জানার অধিকার আছে তাঁর পরিবার ও গোটা দেশের ।
পরেশ রাওয়াল : সত্যের জয় হোক । ধন্যবাদ সুপ্রিম কোর্ট । স্বাগত CBI ।
অক্ষয় কুমার : সুশান্ত মৃত্যুর তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছি সুপ্রিম কোর্ট । সত্যের জয় হোক ।