মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পর সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । সেই সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । তখন বাস, ট্রেন ও বিমানে তাঁদের ফেরার ব্যবস্থা করেছিলেন সোনু সুদ । শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশ থেকেও একাধিক পড়ুয়াকে দেশে ফিরতে সাহায্য করেছিলেন । আর এভাবেই সবার মন জিতে নিয়েছেন তিনি । কিন্তু, হঠাৎ কেন সবাইকে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছিলেন ?
সম্প্রতি এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে সোনু বলেন, "লকডাউনের সময় যখন আমি পরিযায়ী শ্রমিকদের কয়েকশো মাইল পথ হেঁটে বাড়ি ফিরতে দেখেছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল । ওই বিষয়টা আমি মেনে নিতে পারিনি । এমনকী, ওই সময় তাঁদের ফেরার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি । এটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল । তাই তখনই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যাই ।"