পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার জায়গায় কঙ্গনা হলেও এটাই করত" : সোনু সুদ - Manikarnika

'মনিকর্নিকা' ছবি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছিলেন অভিনেতা সোনু সুদ। তা নিয়ে আক্ষেপেও কম নেই অভিনেতার। কিন্তু, তাঁর জায়গায় কঙ্গনা হলেও এই কাজটি করতেন বলে মন্তব্য করলেন সোনু।

সোনু সুদ

By

Published : Feb 9, 2019, 8:26 AM IST

মুক্তির পরও বিতর্ক পিছু ছাড়েনি মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসির। কঙ্গনা রানাওয়াতও বলিউডের তারকাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ করে যাচ্ছেন। এর মাঝেই মুখ খুললেন সোনু। তাঁর কথায়, "আমার জায়গায় যদি কঙ্গনা থাকত, ও-ও সরে যেত।" এখানেই থেমে থাকেননি সোনু। তিনি আরও বলেন, "এই ঘটনা যেন আর কোনও সেটে না হয়ে থাকে।"

সোনুর ছবি ছেড়ে যাওয়ার প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন যে মহিলা পরিচালকের অধীনে কাজ করতে চাননি সোনু। তাই ছবি থেকে সরে গেছেন। অবশ্য সোনু একা নন, ছবির পরিচালক কৃশও সরে যান ছবি থেকে। কৃশের অভিযোগ, "ছবিতে অনেক পরিবর্তন আনার কথাও বলেন কঙ্গনা। এমনকী তিনি বলেন যে প্রযোজকেরও ভালো লাগেনি ছবি। তাই আমি কিছু কিছু জিনিস বদলের কথায় রাজি হয়েছিলাম। কিন্তু, কঙ্গনা বললেন ইন্টারভেলে সোনু সুদের চরিত্রটিকে মেরে ফেলতে। যেটা ইতিহাসে নেই। সোনু অ্যান্টাগোনিস্ট হিসেবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছিল। ওর সঙ্গে ৩৫দিন কাজ করে ফেলেছিলাম আমরা। সদাশিব রানি লক্ষ্মিবাইয়ের মৃত্যুর কিছুক্ষণ আগে মারা যায়। তার আগে কীভাবে সদাশিবকে মেরে ফেলা যেত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details