মুম্বই : সোনু সুদকে গডফাদারহীন তারকা বলা যেতে পারে । কারও কোনও ব্যকআপ ছাড়াই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেয়ছেন সোনু । তাঁর স্ট্রাগলও কম ছিল না । এহেন সোনুই বললেন যে, সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের একাংশকে যেভাবে দায়ি করা হচ্ছে, সেটা ঠিক না ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে জানা গেল সোনুর মত । তাঁর মতে, কারও মৃত্যুর জন্য কাউকে দায়ি করা হলে, সেটা সহ্য করা খুবই কঠিন । অনেক মানুষ আছেন, যাঁরা এই ইন্ডাস্ট্রিতে জায়গা করতে অনেক পরিশ্রম করেছেন, অনেক কিছু দিয়েছেন তাঁরা এই ইন্ডাস্ট্রিকে । তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ করা ঠিক নয়, মত সোনুর ।
এক ফিল্ম সিটিতে মাত্র 500 টাকার বিনিময় ওয়াচম্যান হিসেবে কাজ করতেন সোনু । ফিল্মের শুটিং দেখতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে । একদিন হঠাৎই তাঁকে একজন জিজ্ঞাসা করেন, "আপনি কি অভিনেতা ?" আর সোনুর মনে হয় যে, অভিনেতা হওয়াটা বোধহয় খুব সহজ ।
কিন্তু, বাস্তবে যে তা নয়, সেটা বেশ বুঝতে পারেন সোনু । স্ট্রাগল করতে হয় তাঁকে । কিন্তু মনের বল হারাননি অভিনেতা । বরং সেই স্ট্রাগলটাই সোনুকে অনেক বেশি অভিজ্ঞ আর বড় মনের মানুষ হিসেবে গড়ে তুলেছে । এই সব কথা আমরা নয়, সোনু নিজেই জানিয়েছেন সেই সংবাদমাধ্যমকে ।
কিন্তু, নিজে তথাকথিত 'আউটসাইডার' হওয়ার পরেও সুশান্তের মৃত্যুতে ইন্ডাস্ট্রিকে দায়ি করা অনুচিত, সোনুর মতে । মানুষকে মাথা ঠান্ডা করে পুরো দিক বিবেচনা করার আবেদন জানিয়েছেন অভিনেতা ।