মুম্বই : দেশজুড়ে যে সমস্ত ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা করছেন, নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ । জুহুতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সোনু জানিয়েছেন, "এই কঠিন সময় দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল হিরো, যাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সমর্থন করা উচিত । জুহুতে আমার হোটেলের দরজা খুলে দিলাম এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ।"