পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের ধাবা খুলে ফেললেন সোনু ? - সোনু সুদের খবর

নিজের ধাবা খুলে ফেললেন সোনু সুদ । সেই ধাবায় নিজে হাতে তন্দুরি রুটিও বানালেন অভিনেতা । ব্যাপারটা কী ?

Sonu Sood tandoori roti
Sonu Sood tandoori roti

By

Published : Feb 21, 2021, 7:18 PM IST

মুম্বই : মানুষের সাহায্যে করতে একপায়ে খাড়া সোনু সুদ । তবে এবার তিনি নিজেই একটি ধাবা খুলে ফেললেন । নাম দিলেন 'সোনু দা ধাবা' ।

না, না, সিরিয়াসলি নয়..পুরোটাই মজার ছলে । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোনু । সেখানে তাঁকে নিখুঁত তন্দুরি রুটি বানাতে দেখা যাচ্ছে ।

সোনু আবার নিজেই বলছেন যে, "সোনু সুদের থেকে ভালো রুটি কেউ বানাতে পারে না । তাই তাড়াতাড়ি সবাই সোনুর ধাবায় চলে এস ।"

পঞ্জাবের ছেলে সোনু । তাঁর পক্ষে ধাবা খোলা খুব একটা কঠিন ব্যাপার হবে না । এমনিতেই মুম্বইতে সোনুর নিজের হোটেল রয়েছে । এবার কি তাহলে ধাবা খোলার পরিকল্পনাও রয়েছে ? হতেই পারে !

ABOUT THE AUTHOR

...view details